মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দ্বিতীয় দিন থেকেই জয়ের সুবাস পাচ্ছিল ঢাকা বিভাগ। খুলনা বিভাগকে তাদের দ্বিতীয় ইনিংসে কাল মাত্র ৯১ রানে অলআউট করলে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ঢাকার লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান, যা আজ তৃতীয় দিন সকালের সেশনেই ১ উইকেট হারিয়ে সে রান টপকে যায় ঢাকা। রনি তালুকদার ৫৪ বলে অপরাজিত ৬২ রান করেন, আরিফুল ইসলাম ৪৫ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে খুলনা তাদের প্রথম ইনিংসে ১৭২ রান করে। প্রথম ইনিংস ভালো হয়নি ঢাকারও। ১৬০ রানে অলআউট হয় দলটি। পিছিয়ে থেকেও বোলারদের সৌজন্যে ঘুরে দাঁড়ায় শুভাগত–মোসাদ্দেকরা। প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ৮ উইকেট নেওয়া ঢাকার পেসার সুমন খান ম্যাচসেরা হয়েছেন। এ ম্যাচ দিয়ে দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানা ইমরুলকে ম্যাচ শেষে বিসিবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।