ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২০০৯ সালের পঞ্চদশ জলবায়ু সম্মেলনে ঠিক হয়েছিল, পরিবেশের উন্নতিতে উন্নত দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দিতে হবে। সেই লক্ষ্যমাত্রাকে ঢের পেছনে ফেলে এখন প্রয়োজন অনুভূত হচ্ছে বাৎসরিক ১০ গুণ বেশি অর্থ। বছরে অন্তত এক ট্রিলিয়ন ডলার খরচের সেই প্রস্তাব বাস্তবসম্মত নাকি আকাশ কুসুম—সেই বিতর্কের অবসান আজও হলো না। বাকুতে ‘কপ২৯’–এর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও ধোঁয়াশা কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না।