অনেকেই চ্যাটজিপিটির সঙ্গে আলাপচারিতায় ‘প্লিজ’, ‘থ্যাঙ্ক ইউ’ ইত্যাদি ভদ্রতাসূচক শব্দ ব্যবহার করেন। ঠিক যেমন আমরা কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় করি। তবে আমরা অনেকে এটাও মনে করি, একটা যন্ত্র বা চ্যাটবটের সঙ্গে কথা বলতে গিয়ে কেন এত ভদ্রতা দেখাতে হবে? কথায় আছে ‘ব্যবহারে বংশের পরিচয়’। মানুষ না হয় বংশের পরিচয় বুঝে ফেলে, তাই বলে কৃত্রিম বুদ্ধিমত্তাও? এত কিছুর জানার পরও কেউ কেউ ঠিকই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে কথোপকথনে বিনয়ী আচরণ করেন। তাঁরা কি সত্যিই একটা চ্যাটবটকে মানুষের মতো মনে করেন? নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে?