ভালো মৌলভিত্তির শেয়ারের দাম কমায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি।