ভারতের রাজধানী নয়াদিল্লিতে দশম, দ্বাদশ ছাড়া সব শ্রেণির ক্লাস চলবে অনলাইনে। কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে থাকায় আজ সোমবার থেকে দিল্লি এনসিআরে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) স্টেজ–৪ জারি করেছে। দিল্লির বায়ুর গুণগত মান সূচক (একিউআই) ‘অত্যন্ত গুরুতর’ ক্যাটাগরিতে নেমে এসেছে।
আজ সোমবার সকালের দিকে দিল্লির একিউআই স্কোর দ্রুত বেড়ে ৪৮১। এরপর জিআরএপি উপকমিটির জরুরি বৈঠকে স্টেজ-৪ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।